Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

‘যাদের শ্রমে দেশের উন্নতি তাদের প্রতি যত্নবান হোন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৫, ২০২১, ০৬:৪০ পিএম


‘যাদের শ্রমে দেশের উন্নতি তাদের প্রতি যত্নবান হোন’

যাদের ঘামে, শ্রমে দেশের এই উন্নতি তাদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ শতাধিক অসহায়ের মাঝে এই সহায়তা দেয়া হয়।

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের ঘামে, শ্রমে আমাদের এই উন্নতি তাদের প্রতি আমাদের আরও যত্নবান হতে হবে। মানবিক সহায়তা প্রদানের উদ্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি।’

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটির ৫২ জন কর্মী প্রাণ হারান। আমি মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এলিট ফোর্স র‍্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি এই ধরনের দায়িত্ব সর্বদা পালন করছে র‍্যাব।’ তিনি বলেন, ‘ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি তিনটি সংস্থা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।’

র‍্যাব ডিজি বলেন, ‘আপনারা অবগত আছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাদক জব্দ, জঙ্গিদের আটক, অস্ত্র জব্দ, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে র‍্যাব সবসময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন ওই দিনের ঘটনার সংঘটিত হওয়ার পর র‍্যাব সদস্যরা এখানে আসেন এবং জায়গাটা সিক্যুয়েল করেছে। আপনারা বলছেন এখানে শিশুরা কাজ করছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় শিশুরা কাজ করছে। এটা আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে যারা শ্রম ও অধিদপ্তরে আছেন সবাই এটা দেখবে।’ তিনি বলেন, ‘আপনারা জানেন এই অগ্নিকাণ্ড নিয়ে তিনটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে একটা ভালো ধরনের ব্যবস্থা হবে বলে আমরা আশা করি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যে ৫২ জন মারা গেছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এদের ডিএনএর বিষয়টা ম্যাচ করার পর বিষয়টি সুস্পষ্ট হবে। আমরা একটু অপেক্ষা করি। এখানে অনেকেরই ফেস চেনা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরে আর কেউ আছে কি-না সেটা জানা যাবে এবং নিশ্চিত হওয়া যাবে।’

নারায়ণগঞ্জের ফ্যাক্টরিগুলোতে ভেজালবিরোধী পণ্য আছে কি-না এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘আমাদের অফিসাররা ভোজালবিরোধী অভিযান নিয়ে সব সময় সচেতন। আমরা এ বিষয়ে দায়িত্ব পালন করে থাকি।’

আমারসংবাদ/জেআই