Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শিশু বয়সেই সংসারের হাল

আগস্ট ৬, ২০২১, ০৬:৫৫ পিএম


শিশু বয়সেই সংসারের হাল

১০ বছর বয়সি রাব্বি। পড়াশোনা করছে দ্বিতীয় শ্রেণিতে। ছোট এ বয়সেই জীবন ও জীবিকার যুদ্ধে নাম লেখিয়ে হাল ধরেছে সংসারের। সংসার বলতে অসুস্থ মা আর ছোট দুই বোন। হাতিরঝিলের ফুটপাথে বসে অন্যের দেয়া সিগারেট আর পানি বিক্রি করে দিনে আয় ৫০ টাকা। আর এই ৫০ টাকা দিয়েই প্রতিদিনের বাজার করে ঘরে ফিরে ছোট্ট রাব্বি। ঘরে উপার্জন করার কেউ নেই বলে অসুস্থ মা ও ছোট দুই বোনের দায়িত্ব এখন তার ওপর।  জীবন ও জীবিকা নির্বাহের যুদ্ধেও স্বপ্ন দেখেন বড় হয়ে একদিন পাইলট হবেন। অসুস্থ মাকে নিয়ে দেশ-বিদেশ ঘুরবেন।

হাতিরঝিলে এমন মানবিক চিত্র অহরহ। ছোট বয়সে সংসারের হাল ধরা এমন রাব্বি রয়েছে হাজারো। বাবা হারিয়ে বাধ্য হয়েই শিশু কিংবা কিশোর বয়সে এমন অনেককেই হাল ধরতে হয় সংসারের। যে বয়সে খেলাধুলা, ছোট বন্ধুদের সাথে দুষ্টুমি করে কাটানোর সময় সে বয়সেই তারা দিব্যি চালাচ্ছে সংসার। স্বপ্ন দেখছে বড় কিছু হওয়ার। কথা হয় রাব্বির সাথে। কিভাবে চলছে তার সংসার তা নিয়ে বলে, ‘প্রতিদিন সিগারেট আর পানি বেচে ৫০ টাহা পাই। যেই টেহা বিক্রি করে মালিকরে দিয়া দেই আর আমারে ৫০ টেহা কইরা দেয়। মাঝে মাঝে বেশিও দেয়। অন্য কিছু কিনার টেহা নাই বাহিও (বাকি) দেয় না কেউ, তাই সিগারেট আর পানি বেচি (বিক্রি)।’

আয়ের ৫০ টাকা দিয়ে কি করে সে সম্পর্কে রাব্বি বলে, ‘ঘরে মা আর দুই বোন আছে। মা অসুস্থ উঠতে পারে না। ৫০ টেহা দিয়া বাজার কইরা লইয়া যাই প্রতিদিন। মার কি রোগ হইছে জানি না। ঘর থেইক্কা বার হইতে পারে না মা। ঘরে আরও দুই বোন আছে অনেক ছোড। আগে মা পান আর বাদাম বেচতো এইহানে। এহন তো মা ঘরে পইরা রইছে তাই আমারেই কাজ কইরা বাজার করতে হয়। রাস্তাতেই থাহি আমরা।’

বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখে সে সম্পর্কে রাব্বি বলেন, ‘আমি বড় হইয়া পাইলট হইতে চাই। দেশ-বিদেশ ঘুইরা দেখতে চাই। পাইলট হইয়া মারে বিদেশে লইয়া যামু। মারে ডাক্তার দেহামু। দুই বোনরে পড়ালেখা করামু। ডাক্তার বানামু।’

আমারসংবাদ/জেআই