Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

একটি স্লোগান কর্মসূচির অপেক্ষা

আগস্ট ৩০, ২০২১, ০৮:০৫ পিএম


একটি স্লোগান কর্মসূচির অপেক্ষা
  • একটি নির্দেশনার আলোকে কর্মসূচির প্রস্তুতি চলছে। জিয়াউর রহমানের আদর্শের আলোকে দেশ পরিচালনার পুরোনো পথকে অনুসরণ করা হচ্ছে নতুন রূপে। তারুণ্যের শক্তি ও নেতৃত্বের উদাহরণ বানাতে ছক তৈরি

কাল ১ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে মেজর জিয়াউর রহমান ক্ষমতাবলয়ের মধ্যে থেকে দলটি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই যেনো দুঃসময় চলছে। ক্ষমতার বাইরে ১৪ বছরেরও বেশি সময়। সাজাপ্রাপ্ত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগ করে এখন শর্তের জামিনে মুক্ত রয়েছেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে, খালেদা জিয়া গৃহবন্দি রয়েছেন। চলছে চিকিৎসা। তবে তিনি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। আদালতের শর্তের কারণে নেই দৃশ্যত। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থানের কারণে নেতাকর্মীদের থেকে দূরে। খালেদা জিয়াকে কারাগারে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে ভরাডুবির পর নতুন-পুরোনো জোটে অসন্তোষ, সিদ্ধান্ত গ্রহণে অপরিপক্বতা নিয়ে দলে বিভেদসহ তৈরি হয় বহু কিছু। তবে দলটির প্রতি নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকলেও দলটির জনপ্রিয়তা নষ্ট হয়নি। একেবারে ভেঙে যায়নি। একটা নেতৃত্ব পেলে দলটি আবারো মানুষের কাছে পৌঁছে যাবে। গতকাল দলটির দুই হাইকমান্ডের সাথে কথা হলে তারা জানান, বিএনপি এখন একটি স্লোগান, তারুণ্যের স্বপ্ন ও সরকার হটানোর জন্য কর্মসূচির কথাই ভাবছে। একটি নির্দেশনার আলোকে কর্মসূচির প্রস্তুতি চলছে। জিয়াউর রহমানের আদর্শের আলোকে দেশ পরিচালনার পুরোনো পথকে অনুসরণ করা হচ্ছে নতুন রূপে। তারুণ্যের চিন্তাভাবনাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মানুষের অধিকার ও ভাষাকে গুরুত্ব দেয়া হচ্ছে। যেভাবে জিয়াউর রহমান দিয়েছিলেন। খালেদা জিয়া দীর্ঘ সময় পর্যন্ত যেভাবে নেতৃত্ব দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন সেই শক্তিকেও ধারণ করা হচ্ছে। আর এই দুয়ের সমন্বয় করবেন তারেক রহমান। যিনি হবেন আগামীর তারুণ্যের শক্তি ও নেতৃত্বের উদাহরণ। এ নিয়ে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ছকও। এখন শুধু একটি নির্দেশনা ও কর্মসূচির জন্য অপেক্ষা।

জানতে চাইলে, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আমার সংবাদকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির প্রতি এ দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণ দেখেছে, দেশের প্রতিটি কঠিন সময়ে বিএনপিই একমাত্র মানুষের পক্ষে কথা বলেছে। অধিকার ফিরিয়ে দিয়েছে। বিএনপির নেতৃত্বে  এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও হবে। একসময় জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে। আগামীতে নতুন নেতৃত্বের মাধ্যমে আবার মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আমাদের দেশের প্রতিটি গ্রামের, প্রতিটি ওয়ার্ডে যে সকল নেতা রয়েছেন তারাই আগামীর শূন্যতা পূরণ করবেন। আর তার নেতৃত্ব দেবেন আমাদের তারুণ্যের অহঙ্কার জনপ্রিয় নেতা তারেক রহমান।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার সংবাদকে বলেন, ‘বিএনপি এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকলেও মানুষ বিএনপি থেকে দূরে সরে যায়নি। মানুষ এখন বিএনপির মাধ্যমে চায় চলমান দুঃশাসন থেকে মুক্ত হতে। এই মাফিয়া সরকার থেকে বাঁচতে। মানুষ তাদের জীবনের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। কিন্তু এই সরকার জনগণ নিয়ে ভাবে না।’ প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন ও বিশ্বের সব রাষ্ট্রের সাথে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সঙ্কট সময়ে মানুষকে জাগানোর দলই বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সঙ্কটের আলোক দিশারি। বর্তমানে অনেক সঙ্কট চলছে, রাজনীতি, অর্থনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এই শঙ্কট মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ। অতীতে যেমন এ দলটি মানুষের পক্ষে কথা বলে সফল হয়েছে, ইনশাআল্লাহ এবারো সফল হবে। বিএনপি আবার মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে জাতীকে শঙ্কট থেকে মুক্ত করবে।’

আমারসংবাদ/জেআই