Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বাংলার মহিয়ান শেখ মুজিবুর রহমান

আগস্ট ১৪, ২০১৬, ০৮:৩৬ এএম


বাংলার মহিয়ান শেখ মুজিবুর রহমান

সাড়ে ষোল কোটি বাঙ্গালীর বন্ধু আর বাংলার প্রাণ,

নামটি তোমার শেখ মুজিবুর রহমান।
মধুমতি আর বাইগার নদীর তীরে,
বঙ্গবন্ধু এখনো তুমি রয়েছো চারদিকে ঘিরে।
হাওড়-বাঁওড়ের মিলনে গড়ে সুন্দর ঐ নামটি,
বাংলার অবারিত প্রাকৃতিক পরিবেশে সেই টুঙ্গিপাড়া গ্রামটি।
অধিকার আদায়ের নেতৃত্বে তুমিই তো দেখিয়েছ শৈশব থেকে,
স্বাধীন স্বার্বভৌম আজকের বাংলাদেশ তোমারই আদর্শ পেয়ে।
অন্যায়-অত্যাচার, শাসন-শোষণ থেকে তুমি এনে দিয়েছে এই বাংলা,
একটি আদর্শ পরিবারকে হারিয়ে আজও বেঁচে আছে শেখ হাসিনা- শেখ রেহেনা।
বাবার ন্যায়কে প্রতিষ্ঠা করতে পিছ্ পা হননি; এখনো এতিম দু’টি সুযোগ্য কন্যা,
বঙ্গবন্ধুর রেখে যাওয়া দু’টি অবুঝ মন উপহার দিচ্ছে আজ স্বাধীন বাংলায় আনন্দের বন্যা।
পদ্মা-মেঘনা-যমুনায় বহমান তাইতো আজ তুমি রয়েছো স্বাধীন বাংলার মহিয়ান,
বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র আকাশে-বাতাসে চিরচেনা নামটি তোমার শেখ মুজিবুর রহমান।