Skip to main content
  • মার্চ ০৮, ২০২১
  • ২৪ ফাল্গুন ১৪২৭
  • ই-পেপার
Amar Sangbad
  • বাংলাদেশ
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • অন্যান্য
মতামত
  • সম্পাদকীয়
  • কলাম
  • সাক্ষাৎকার
  • মন্তব্য
  • মুক্তকাগজ
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
    • প্রচ্ছদ
    • সম্পাদকীয়
    • কলাম
    • সাক্ষাৎকার
    • মন্তব্য
    • মুক্তকাগজ
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • শিক্ষা
  • শিল্প-সাহিত্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • পরবাস
  • ধর্ম
  • হরেক রকম
  • চাকরি
  • আজকের পত্রিকা
  • আর্কাইভ
  • ছবি
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
    • প্রচ্ছদ
    • সম্পাদকীয়
    • কলাম
    • সাক্ষাৎকার
    • মন্তব্য
    • মুক্তকাগজ
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • শিক্ষা
  • শিল্প-সাহিত্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • পরবাস
  • ধর্ম
  • হরেক রকম
  • চাকরি
  • আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • আর্কাইভ
  • ছবি
  • ভিডিও
  • আমার সংবাদ
  • মতামত
  • মন্তব্য
কামরুল হাসান বাদল
ফেব্রুয়ারি ০২, ২০২১, ১৪:৩৫
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২১, ১৪:৪০

সু চি–তুমি ছিলে শুধু রং করা পুতুল

পাকিস্তান এবং মিয়ানমারের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, প্রাকৃতিক ও ধর্মীয় দিক থেকে কোনো মিল না থাকলেও অন্তত রাজনৈতিকভাবে অসাধারণ মিল আছে। 

১৯৪৭ সালে পাকিস্তান এবং ১৯৪৮ সালে মিয়ানমার ব্রিটিশ শাসনমুক্ত বা স্বাধীনতা অর্জন করলেও রাষ্ট্র দুটি অধিকাংশ সময় শাসিত হয়েছে সামরিক শাসক দ্বারা। 

এ দুটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সামান্যতম সুযোগও হয়নি। ছলে-বলে-কৌশলে সামরিক বাহিনীই রাষ্ট্র দুটির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেছে। মাঝেমধ্যে ‘হাওয়া বদল’- এর মতো বেসামরিক বা নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও সামরিক বাহিনীই পেছন থেকে ক্ষমতার রাশ টেনে রেখেছে। 

দেশ দুটির জনগণের মধ্যেও একটি বিষয়ে মিল আছে আর তা হলো, সামরিক অভ্যুত্থান বা সামরিক শাসন দেখতে দেখতে এদের এতই গা সওয়া হয়ে গেছে যে তা নিয়ে তাদের মধ্যে খুব একটা প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় না। 

বরং উল্টো ব্যাপারটি ঘটে, সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর জনতার বিশাল অংশ খুশিতে উল্লাস প্রকাশ করে, সামরিক শাসকদের স্বাগত জানায়। 

গত সত্তর বছরের সংবাদপত্রের পাতা ওল্টালে এ দুই দেশের কোনো সুখবরের চেয়ে সামরিক অভ্যুত্থানের সংবাদই বেশি চোখে পড়বে।

কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে যে আশঙ্কাটি করা হচ্ছিল তা শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। অং সান সু চি এবং তার দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে সে দেশের সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে সু চির বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অভ্যুত্থান ঘটল বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। 

ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মিও নয়েন্ট গণমাধ্যমকে জানান, সোমবার ভোরে রাজধানী নেপিডোতে অভিযান চালিয়ে তাদের শীর্ষ নেতাদের আটক করা হয়। এর কয়েক ঘণ্টা পর সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত টেলিভিশনে এক বছরের জন্য দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে ঘোষণা করা হয়।

টেলিভিশনে ওই ঘোষণায় বলা হয়, গত নির্বাচনে ‘জালিয়াতির’ ঘটনায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে।

দেশটির নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ নাকচ করলেও উত্তেজনা বাড়তে থাকায় মিয়ানমারে ফের সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল। জাতিসংঘের মহাসচিব এমন আশঙ্কা থেকে দুদিন আগেই মিয়ানমারের সেনাবাহিনীকে সতর্কবার্তা দিয়েছিলেন।

মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেতা অং সান সু চি দেশটির জনগণের প্রতি যেকোনো অভ্যুত্থান প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার আগে তিনি এ আহ্বান জানান বলে দাবি করেছে তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। যদিও বাস্তবে তেমন কিছুই ঘটেনি। দেশের মানুষ, এমনকি সু চির দলের মানুষও প্রতিবাদে রাস্তায় নামেনি।

গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সেনা সদস্যরা প্রাদেশিক সরকারের প্রধানদের বাসায় বাসায় গিয়ে তাদের আটক করছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে।

এনএলডির মুখপাত্র নয়েন্ট রয়টার্সকে বলেছেন, যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সু চি ছাড়াও প্রেসিডেন্ট উয়িন মিন্ট এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতারা আছেন।

অথচ সোমবার থেকেই নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভোররাতের দিকে থেকেই রাজধানীতে ফোন লাইনগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নেপিডোর পাশাপাশি মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গনেও সেনা মোতায়েন করা হয়েছে। সব ব্যাংক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দেশটির ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নির্বাচিত সরকারকে অপসারণ করে ক্ষমতা দখলের পর এখন সর্বত্র একটিই আলোচনা চলছে, কেন সু চিকে সরিয়ে সেনাবাহিনী নিজেই ক্ষমতা দখল করল? 

যেখানে সু চি সম্পর্কে বলা হচ্ছিল, সেনাবাহিনী সু চির নীতি গ্রহণ করেনি, সু চিই সেনাবাহিনীর নীতি গ্রহণ করে ক্ষমতায় আছে। সু চি নির্বাচিত হলেও তিনি ছিলেন রং করা পুতুল তারপরও এরকম একটি অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা দখল করার কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথমত, একটি রাজনৈতিক সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তবে সামরিক বাহিনীর গুরুত্ব কমে যেতে পারে। এরকম ধারণা করে থাকতে পারে সেনাবাহিনী। এমন ঘটনা পাকিস্তানের বেলায় ঘটে থাকে।

দ্বিতীয়ত, (এই কারণটির সঙ্গেও পাকিস্তানের মিল আছে) এতে জনগণের মনে এমন ধারণা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে যে, এখন আর সেনাবাহিনী গুরুত্বপূর্ণ নয়, রাজনীতিবিদরাই গুরুত্বপূর্ণ। তাহলে মিয়ানমারের সমাজ জীবনে সেনাবাহিনী তার গুরুত্ব হারাবে। এখনকার সেনাপ্রধান মিন অং হ্লাইয়াংয়ের অবসরের সময় হয়ে গেছে। 

তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা চলছে। অবসরে গেলে সু চির সরকার আন্তর্জাতিক আদালতে তার পক্ষে অবস্থান না-ও নিতে পারে। এমন একটি আশংকা সম্ভবত তার ভেতরে তৈরি হয়েছে। 

সেনাবাহিনী ক্ষমতায় থাকলে আন্তর্জাতিক আদালতে তিনি সব রকমের সহায়তা পাবেন। তৃতীয়ত, সেনাপ্রধান মিন অং অবসরের পর রাজনীতিতে সক্রিয় হয়ে ক্ষমতায় আসতে চান বা প্রেসিডেন্ট হতে চান। সু চির রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সেটা হওয়া কঠিন।

গত নির্বাচনে সেনা সমর্থিত রাজনৈতিক দলটির ফলাফল অত্যন্ত শোচনীয় হয়েছে। নির্বাচনে ৪১২টি আসনের মধ্যে ৩৪৬টি আসন পেয়েছে সু চির এনএলডি ও সেনা সমর্থিত ইউএসডিপি পেয়েছে ৩৩টি আসন। 

ফলে অবসরের পর সু চির রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতায় তিনি পারবেন না। সে কারণেই রাজনৈতিক সরকারের পরিবর্তে সামরিক সরকারকে ক্ষমতায় রেখে তিনি অবসরে যেতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব কারণ ছাপিয়ে আমার কাছে যে কারণটি অন্যতম প্রধান বলে মনে হয় তা হচ্ছে যেকোনো ভাবে ক্ষমতায় যাওয়া। বাঘ যেমন একবার রক্তের স্বাদ পেলে আর ভুলতে পারে না বারবারই রক্তের স্বাদ পেতে চায়, মিয়ানমার ও পাকিস্তানের সামরিক বাহিনীও তেমনি বারবার ক্ষমতার স্বাদ পেতে চায়।

২০১১ সালে গণতান্ত্রিক সংস্কার শুরুর আগ পর্যন্ত অর্ধশতক মিয়ানমার সেনাবাহিনীর শাসনেই ছিল। সে সময় দীর্ঘ ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয় সু চিকে। গৃহবন্দি থাকা অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠার অহিংস লড়াইয়ের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। এরপর তার দল এনএলডি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে এবং ২০১০ সালে মুক্তি পান সু চি।

২০১২ সালের উপ-নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হয় সু চির দল। এরপর ২০১৫ সালের নির্বাচনে এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। 

সেই সরকারের মেয়াদ শেষে গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি বড় জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬টি আসন। 

কিন্তু সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচনের দাবি তোলে।

এ যেন বাঘ ও হরিণের সেই গল্প। বাঘ হরিণকে ধরে বলল, বেয়াদব আমার পানি ঘোলা করলি কেন? হরিণ বলল, আপনি তো ছিলেন আমার উজানে, আমি কী করে আপনার পানি ঘোলা করব। হরিণের মাংস খেতে মরিয়া বাঘ বলল, তুই করিসনি তো তোর বাপ করেছে, তোর দাদা করেছে।

বর্তমান বিশ্বে সামরিক অভ্যুত্থান বা সামরিক শাসনকে আগের মতো ভালো চোখে দেখা না হলেও তা নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী খুব বেশি চিন্তিত বলে মনে হয় না। কারণ দীর্ঘ সামরিক শাসনকালে মিয়ানমারকে খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি। 

এমনকি আমেরিকার বাণিজ্য অবরোধকালেও মিয়ানমারকে অর্থনৈতিক দুর্দশায় পড়তে হয়নি। চীন, জাপান, থাইল্যান্ড ইত্যাদি দেশগুলো সবসময় মিয়ানমারের পক্ষেই থেকেছে এমনকি বাংলাদেশের সঙ্গে চীনের গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে গুরুত্বপূর্ণ অনেক ফোরামে চীন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বর্তমানেও ব্যতিক্রম নয়। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, জাতিসংঘের মহাসচিব গুতেরেস নিন্দা জানালেও মিয়ানমারের পুরনো মিত্রদের ভূমিকা কিন্তু একই। এখন পর্যন্ত ভারত থেকে তেমন কোনো চাপ দেওয়া হয়নি। চীন বলছে, আমরা দেখছি কী অবস্থা হচ্ছে সেখানে। 

এই দুই দেশের আবার অভিন্ন স্বার্থ আছে মিয়ানমারে। কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান সেখানে গিয়েছেন ডিফেন্স কোঅপারেশনের জন্য। কাজেই ভারতের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যোগাযোগ সবসময়ই ছিল।

 এই দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও তারা অভিন্নভাবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এমনকি যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সারাবিশ্বে হইচই, তখনও ভারতের ভূমিকা ছিল মিয়ানমারের পক্ষেই। আর চীনের সঙ্গে মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক দারুণ। চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ মিয়ানমারে আছে।

তবে মিয়ানমারের এই ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কারণ সামরিক বাহিনীর দ্বারা সৃষ্ট রোহিঙ্গা ইস্যু সামরিক বাহিনী সমাধা করতে উৎসাহী হবে না। 

অন্যদিকে পশ্চিমা দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল এখন নতুন করে মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাবে ফলে রোহিঙ্গা ইস্যুটি তাদের মনোযোগ হারাতে পারে। এখন বাংলাদেশকে অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না।

লেখক, কবি ও সাংবাদিক

আমারসংবাদ/এআই

আপনার মতামত জানান :

মতামত - সর্বশেষ
  • ৭ মার্চের ভাষণই আজকের গৌরবময় বাংলাদেশ
  • শতবর্ষে মুজিব এবং বাংলাদেশ
  • আমিনুল ইসলাম বিপ্লব কেন নেই দলে?
  • রাষ্ট্রপতির হাতে রিক্রুট হন গোলাম মোস্তফা
  • ভারত হারলেই জিতে যাবে প্রায় পুরো বিশ্বক্রিকেট 
মতামত - জনপ্রিয়
এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস চান
মুক্তিযুদ্ধে নারীদের অবদান
ভারত হারলেই জিতে যাবে প্রায় পুরো বিশ্বক্রিকেট 
শতবর্ষে মুজিব এবং বাংলাদেশ
আমিনুল ইসলাম বিপ্লব কেন নেই দলে?
  • বাংলাদেশ
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • অন্যান্য

সম্পাদক ও প্রকাশক: হাশেম রেজা

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৭১, মতিঝিল, বা/এ (২য় তলা) ঢাকা-১০০০।
ফোন: পিএবিএক্স- ০২-৯৫৯০৭০২, ৯৫৯০৭০৩
নিউজ রুম: ০১৯১১-১২৫৭১২
ই-মেইল: [email protected]
[email protected]

Daily Amar Sangbad is one of most circulated  newspaper in Bangladesh. The online portal of Daily Amar Sangbad is the most visited Bangladeshi and Bengali website in the world.

Amar Sangbad
  • About Us
  • Privacy Policy
  • Terms and conditions
  • Copyright Policy

কপিরাইট © 2021 এইচ আর মিডিয়া লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত। Powered by: RSI LAB