Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনা প্রতিরোধে ঘরে থাকার আহ্বান যুবলীগ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২০, ০৫:২৩ পিএম


করোনা প্রতিরোধে ঘরে থাকার আহ্বান যুবলীগ চেয়ারম্যানের

করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়া মরণঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে এক ভিডিও বার্তায় দেশবাসী ও যুবলীগের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন শেখ পরশ।

নেতাকর্মীসহ জনসাধারণকে সতর্ক করে যুবলীগ চেয়ারম্যান বলেন, আপনারা দয়া করে ঘরে থাকুন এবং পাবলিক সমাগম এড়িয়ে চলুন। খুব প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হবেন না।

পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ঘন ঘন হাত ধুবেন এবং স্যানিটাইজার ব্যবহার করবেন। বিশেষ করে চোখ নাক মুখে হাত দেওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নেবেন এবং ময়লা কাপড় চোপড় বেশি দিন জমিয়ে রাখবেন না।

শেখ ফজলে শামস পরশ আরও বলেণ, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন না। যদি একান্তই ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার মাস্ক ব্যবহার করবেন এবং গ্লাভস ব্যবহার করবেন।

সবচেয়ে যেটা জরুরি এ সময় আপনারা বাসায় থাকুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। কোনোভাবেই আতঙ্ক গ্রস্থ হবেন না এবং অন্যকে আতঙ্কিত করবেন না।

আমারসংবাদ/এসটিএমএ