Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২০, ০৪:২৮ পিএম


জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

 

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ (৬৮) কিডনিজনিত অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি মরহুম মোল্লা আবুল কালাম আজাদ-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মোল্লা আবুল কালাম আজাদ এর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেন।

দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন মোল্লা আবুল কালাম আজাদ। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমারসংবাদ/জেআই