Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৮ শতাধিক পরিবারের মধ্যে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২০, ০১:২৫ পিএম


৮ শতাধিক পরিবারের মধ্যে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ 

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশ যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে।  

বাংলাদেশে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষায় প্রথমে সচেতনামূলক লিফলেট বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি প্রচারণা চালিয়ে সংগঠনটি। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর নেতারা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরন করছে। 

২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর গত কয়েক দিন ধরে করোনা প্রতিরোধ সামগ্রীর সঙ্গে খাদ্য সামগ্রিও বিতরন করছে যুবলীগ। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারাদেশে জেলা-উপজেলা ও মহানগর নেতারা প্রতিরোধ সামগ্রি বিতরণ করছে। 

শনিবার রাজধানীতে কর্মহীন মানুষের মঝে খাবার সামগ্রী বিতরণ করেছে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগ। ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের ৪০ ও ৪৫, ৫৩, ৪ নং নম্বর ওয়ার্ডের ৮ শতাধিক পরিবারের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে শাখাটি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগেরভারপ্রাপ্ত সভাপতি মাঈদুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রোজার নেতৃত্বে কর্মহীন মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়া হয়। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রোজা বলেন, আমরা গত কয়েক দিন ধরে কর্মহীন মানুষের বাসায় বাসায় খাদ্য সামগ্রি বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।

আমারসংবাদ/জেআই