Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী দিচ্ছে মৎস্যজীবি লীগ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২০, ০৯:৫৬ এএম


করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী দিচ্ছে মৎস্যজীবি লীগ

বাংলাদেশে সাধারণ মানুষকে করোনাভাইরাসের প্রকোপ হতে রক্ষা করতে শুরু থেকেই মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর নেতারা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা।

বাংলাদেশে কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণ দেখা দেবার পর হতেই মাঠে রয়েছে ক্ষমতাসীন দলের অন্যতম সহযোগি সংগঠন আওয়ামী মৎস্যজীবি লীগ। ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

রোববার (৫ এপ্রিল) থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে আওয়ামী মৎস্যজীবি লীগ। দুপুরে রাজধানীর সেগুন বাগিচাস্থ মাদকদ্রব্য অধিদপ্তরের সামনে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন মৎস্যজীবি লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।

এসময় সংগঠনটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, ফিরোজ আহমেদ তালুকদার, টিপু সুলতান, মোঃ শফিউল আলম শফিক, এনামুল হক রাজু সহ ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ থানা কমিটির মাধ্যমে রাজধানীর ১১শ’পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু ও ১ লিটার তেল দেয়া হয়।

আওয়ামী মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবি লীগ জাতির পাশে দাঁড়িয়েছে। আজ ১১শ’পরিবারকে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। রাজধানীতে প্রতিদিন আড়াইশ পরিবারকে এ সহায়তা অব্যাহত থাকবে। সারাদেশের নেতাকর্মীদেরও জনগণের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আমারসংবাদ/এএ/জেডআই