Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

না ফেরার দেশে টাঙ্গাইলের সাবেক এমপি আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২০, ০৩:০৪ পিএম


না ফেরার দেশে টাঙ্গাইলের সাবেক এমপি আসাদুজ্জামান

না ফেরার দেশে চলে গেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানের বাড়িতে তার মৃত্যু হয়।তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খন্দকার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।

তার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইলে জন্মগ্রণ করেন খন্দকার আসাদুজ্জামান। আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালের তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচিত তিনি সংসদে টাঙ্গাইল-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করেন।

জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আসাদুজ্জামানের মেয়ে অপরাজিতা হক বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ।

এদিকে আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারাল।

আমারসংবাদ/এআই