Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

২ শতাধিক স্কুল-ভ্যান চালকদের যুবলীগের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২০, ১১:৪০ এএম


২ শতাধিক স্কুল-ভ্যান চালকদের যুবলীগের খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া স্কুল-ভ্যান চালকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ।

শনিবার দুপুরে রমজান উপলক্ষ্যে রাজধানীর দক্ষিণ মনিপুরে দুই শতাধিক স্কুল-ভ্যান চালকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা হাছান আলী সড়ক বাড়ী মালিক সমিতি’র সভাপতি মো: মাজহারুল ইসলাম সংগ্রাম, পশ্চিম মনিপুর বাডী মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মো: মাইন উদ্দিন, শাপলা সরনি (পশ্চিম শেওড়াপাড়া ) বাড়ী মালিক সমিতি’র সহ -সভাপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, যুবলীগ নেতা জি এস মিলন মুন্না সহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল-ভ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু করোনা ভাইরাসটির কারণে ভ্যান চালকরা অসহায় হয়ে পড়েছে। যার কারণে আমাদের চলমান সহায়তা কর্মসূচির আওতায় আজ ২ শতাধিক অসহায় ভ্যান-চালকদের সহায়তা দেয়া হয়েছে। নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা মোতাবেক পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে শুরু থেকেই মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

আমারসংবাদ/এএ/এআই