Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চিকিৎসার জন্য নাসিমকে বিদেশ নিতে চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক

জুন ৯, ২০২০, ১০:৫৪ এএম


চিকিৎসার জন্য নাসিমকে বিদেশ নিতে চায় পরিবার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতই আছে। কোন সাড়া দিচ্ছেন না তিনি।

তবে নাসিমের দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ তার দেহে এখন করোনার জীবাণু নেই।

তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে চান পরিবার।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাসিমের দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যোগাযোগ চলছে।

এ বিষয়ে ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ওনাকে দেশের বাইরে নেয়া হবে কিনা সে বিষয়ে এখনও কিছুই জানি না।

বর্তমান শারীরিক অবস্থায় তাকে দেশের বাইরে নেয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া সম্ভব।

এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওইদিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার নাসিমের ছেলে তানভীর শাকিল এবং অস্ত্রোপচারকারী চিকিৎসক রাজিউল হককে ফোন করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

আমারসংবাদ/এআই