Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিলেটের পথে কামরানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২০, ০৬:১৭ এএম


সিলেটের পথে কামরানের মরদেহ

সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ তার নিজ শহর সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টায় হাসপাতাল থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে সিলেটের পথে রওনা হয়েছে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স। মরদেহের সঙ্গে রয়েছেন পরিবারের চার সদস্য।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের প্রথম নগরপিতা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

বদর উদ্দিন আহমদ কামরানের স্বজন আসিফ রহমান খান জানান, গতকাল তার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। কিন্তু রাত ৪টার কিছু আগে তারা জানতে পারেন তিনি আর নেই।

এর আগে, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সক্রিয় এ নেতার করোনা শনাক্ত হয়।

তারও আগে গত ২৭ মে সাবেক এই মেয়রের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন কামরান।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিলেট শহর ও মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামরান সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন। তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।

আমারসংবাদ/জেডআই