Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যে সকল সাংসদ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২০, ১১:৩৬ এএম


করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যে সকল সাংসদ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক চিফ হইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য ড. মো: আব্দুস শহীদ। এ নিয়ে আওয়ামী লীগের ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি রাজধানী ঢাকার শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী।

এদিকে যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (মারা গেছেন)।

এছাড়াও টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আমারসংবাদ/জেডআই/কেএস