Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

খন্দকার মোশাররফসহ আ. লীগের যারা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২০, ১০:০৭ এএম


খন্দকার মোশাররফসহ আ. লীগের যারা করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুরের এমপি ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ। মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।

এদিকে গতকাল রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ এসেছে।

এছাড়াও যেসকল সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা আক্রান্ত বাকি সাংসদদের মধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী।

যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (মারা গেছেন)।

এছাড়াও টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আমারসংবাদ/জেডআই