Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

গুলশান কার্যালয়ে বৈঠকের কর্মকর্তারা সনাক্ত

ডিসেম্বর ৯, ২০১৪, ১০:০৫ এএম


গুলশান কার্যালয়ে বৈঠকের কর্মকর্তারা সনাক্ত

  বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার গুলশান কার্যালয়ে যারা বৈঠক করেছেন তাদের সনাক্ত করা হয়েছে।

শিগগিরিই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।

তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বৈঠকে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

 উল্লেখ্য  গত ৪ ডিসেম্বর রাতে  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গোপন বৈঠক করেন ওই সচিব এবং কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেগম জিয়ার সঙ্গে তাদের আলোচনা হয়।  বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী, এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

 তবে পরবর্তীতে বৈঠকের কথা অস্বীকার করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে একদল প্রাক্তন ও বর্তমান (ওএসডি) সচিবের বৈঠকের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন ।