Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মান্নার দলে যোগ দিলেন সাবেক কূটনীতিক-শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২০, ০২:৩০ পিএম


মান্নার দলে যোগ দিলেন সাবেক কূটনীতিক-শিক্ষক

সাবেক কূটনীতিক সাকিব আলী যোগ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বেশ কয়েকজন মান্নার দলে যোগ দিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তারা নাগরিক ঐক্যে যোগদান করেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক কূটনীতিক সাকিব আলী, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষক নাজমুস সাদাতসহ বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা এবং শিক্ষক নাগরিক ঐক্যে যোগদান করেন। মাহমুদুর রহমান মান্না তাদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল কায়সারসহ দলের কেন্দ্রীয় নেতারা।।

এসময় মান্না বলেন, আমি দেখছি এখন বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য। প্রাণপণ চেষ্টা করব সবাইকে নিয়ে ওই মাঠে আমাদের অবস্থান শক্ত করার জন্য। মানুষ দূর থেকে দেখবে বিরোধী মাঠে কারা আছে। যখন দেখবে আমরা মাঠে আছি, তখন সবাই আসবে।

এজন্য লাগাতার রাজনৈতিক সংগ্রামের মধ্যে থাকতে হবে। আর রাজনৈতিক সংগ্রামে তখনই আমরা সফল করতে পারব, যখন সংগঠন শক্তিশালী হবে।

উল্লেখ্য, সাবেক কূটনীতিক সাকিব আলী ডেপুটি হাই কমিশনার হিসেবে পাকিস্তানের করাচিতে, চীনের বেইজিংয়ে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজ করেছেন। শিক্ষকতা করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সমর্থন করতে না পারায় মেয়াদের পূর্বেই ২০১৫ সালে স্বেচ্ছা অবসরে যান।

আমারসংবাদ/এআই