Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২০, ০৩:৫০ এএম


জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা পদত্যাগ করেছেন। 

এই প্রসঙ্গে তিনি জানান, গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এসময় সোহেল রানা পদত্যাগের বিষয়ে সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগও এনেছেন।

তিনি বলেন, তৃনমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা ও দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন, দুর্বল সাংগঠনিক কার্যক্রমসহ পার্টির নানা হটকারি সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। অনেক হয়েছে আর নয়, সন্মান নিয়ে আছি - থাকতে চাই। তবে এ দলের সাথে আর নয়, গুডবাই।

যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরেই নাকি অভিমানে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, সোহেল রানা এবার উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন তিনি।

আমারসংবাদ/জেডআই