Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ফের ৭২ ঘণ্টার হরতাল

মার্চ ১৪, ২০১৫, ০৬:৩২ এএম


ফের ৭২ ঘণ্টার হরতাল

 

আগামীকাল রোববার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিএনপির নতুন মুখপাত্র যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল রোববার ভোর সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে’ এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দেয় বিএনপি। দলটি ওই দিন পতাকা মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টনে নির্ধারিত সমাবেশ করতে যেতে পারেননি। প্রতিবাদে ওই দিন বিকেলে দলের গুলশান কার্যালয় থেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন।

এর পর থেকে কখনো ৪৮ ঘণ্টা, কখনো ৭২ ঘণ্টা করে ঘোষণা দিয়ে টানা হরতাল চলছে।