Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলেই আলোচনা

মার্চ ১৪, ২০১৫, ০৬:৫৪ এএম


সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলেই আলোচনা

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলেই কেবল বিএনপির সাথে আলোচনা সম্ভব।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন।

খালেদা জিয়ার গতকালের সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

এসময় আশরাফ বলেন, ‘খালেদা জিয়া, আপনি যেটাই চান না কেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনোদিন কোনো কিছুই সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং সরকারকে জিম্মি করে কোনো কিছু আদায় করাও যাবে না।’

তিনি বলেন, ‘মানুষ, পুলিশ, নারী, শিশু, দিনমজুর পুড়িয়ে মারা বন্ধ করলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে। সে পরিবেশেই একমাত্র আলোচনা সম্ভব।’

মানুষ হত্যা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় জানিয়ে আশরাফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বাংলাদেশে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

সৈয়দ আশরাফ অভিযোগ করেন, ২০ দল সারা দেশের মানুষকে জিম্মি করে দাবি আদায় করতে চায়, যা সম্ভব নয়। এ ছাড়া তাদের আন্দোলন, নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা গণতন্ত্র রক্ষার জন্য নয়। আইএসের মতোই তারা দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে।