Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আজ বিএনপি জোটের বিক্ষোভ

মার্চ ২৯, ২০১৫, ০৫:৪০ এএম


আজ বিএনপি জোটের বিক্ষোভ

 

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতালের পরিবর্তে আজ রোববার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। তবে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারা দেশে বিরোধী দলের ‘নিখোঁজ’ নেতাকর্মীদের সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয়ার দাবিতে এবং নেতাকর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়া হয়।

দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে বলা হয়।

বিএনপির চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর শুক্রবারের মন্তব্যের জবাব দিয়েছে ২০ দল। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বিবৃতিতে বলেছে, “দলীয় লোকদের দিয়ে সাজানো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরতা ছেড়ে জনগণের কাতারে দাঁড়ান, দেখতে পাবেন ৮১ দিনের আন্দোলন সফল না বিফল।”

প্রধানমন্ত্রী শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বলেন, “বেগম খালেদা জিয়ার ৮১ দিনের আন্দোলন ব্যর্থ হয়েছে।” তিনি আরো বলেন, “দেশের বিবেকবান মানুষ কীভাবে বিএনপিকে ভোট দেয়?”