Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৩ সিটিতে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

এপ্রিল ১, ২০১৫, ১০:১০ এএম


৩ সিটিতে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

 স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলটি সিইসির সাথে প্রায় দেড় ঘন্টাব্যাপী বৈঠকে সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

এসময় তারা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঢাকা ও চট্টগ্রাম সেনা মোতায়েনের দাবি জানান।

একইসাথে সব প্রার্থী যাতে নির্বাচনী প্রচারনা চালাতে পারে এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করার দাবি জানান। তারা সবার জন্য সমান সুযোগ রাখার প্রস্তাব করেন সিইসির কাছে। সিইসি বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে হান্নান শাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

আসম হান্নান শাহ বলেন, আমরা সিইসির কাছে নির্বাচনের আগেই তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে তালাবদ্ধ সব জেলাও উপজেলা পর্যায়ে কার্যালয় খুলে দেয়ার দাবি জানিয়েছি।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, ইসির প্রাক্তন সচিব আবদুল রশিদ সরকার ও প্রাক্তন যুগ্ম-সচিব এ বি এম আবদুস সাত্তার।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ ও কাল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে।