Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চলছে ২০ দলীয় জোটের ২৪ ঘণ্টার হরতাল

এপ্রিল ২, ২০১৫, ০৫:৩৩ এএম


চলছে ২০ দলীয় জোটের ২৪ ঘণ্টার হরতাল

 লাগাতার অবরোধের মধ্যে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘন্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

মঙ্গলবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, বিরোধী দলের সব রাজবন্দির মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এ হরতাল পালিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কেবল ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে।

হরতাল-অবরোধকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে। দেশের অন্যান্য নগর মহানগর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা চোখে পড়ার মতো।

দেশের বিভিন্ন নগর-মহানগরসহ জেলা ও উপজেলাগুলোতে চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। জেলা সদর, নগর-মহানগরগুলোর আন্তঃমহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় কিছু হালকা যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবারের বিবৃতি বলা হয়, চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।