Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিটি নির্বাচনে থাকছে ৪ হাজার পর্যবেক্ষক

এপ্রিল ১৯, ২০১৫, ০৬:১৬ এএম


সিটি নির্বাচনে থাকছে ৪ হাজার পর্যবেক্ষক

 আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে দেশী বিদেশী প্রায় চার হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৩৩ জন বিদেশী পর্যবেক্ষক। তবে পর্যবেক্ষকদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান পর্যবেক্ষকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ১৮ জন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) ১০ জন ও জাপান এ্যাম্বাসির ৫ জন পর্যবেক্ষককে পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় ৩৯টি প্রতিষ্ঠানের তিন হাজার ৭০৪ জনকে পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় ১৭টি সংস্থার এক হাজার ৪৪৫ জন, উত্তর সিটিতে ১৫টি সংস্থার এক হাজার ৩৩০ জন পর্যেবক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।চট্টগ্রাম সিটি নির্বাচনে সাতটি সংস্থার ৮৯৬ জন পর্যবেক্ষক থাকবেন। আসাদুজ্জামান বলেন, পর্যবেক্ষকের অনুমতি চেয়ে আরও কিছু আবেদন জমা পড়েছে। কমিশন এতে সম্মতি দিলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বির্তক থাকায় অধিকাংশ দেশী ও বিদেশী সংস্থা তাদের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠাতে অসম্মতি জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় চতুর্থ উপজেলা নির্বাচনেও বিদেশী সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাতে অনিহা প্রকাশ করে। তবে এবারের সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে অভিপ্রায় ব্যক্ত করে বলেছে, তারা বাংলাদেশের তিন সিটি নির্বাচনে ইসির গ্রহণযোগ্য ভুমিকা দেখতে চায়।

বিধি অনুযায়ী, সংস্থাসমূহ অনধিক পাঁচ জন করে দল গঠন করে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো কেন্দ্রে বা বুথে স্থায়ীভাবে অবস্থান করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের অনুমতি সাপেক্ষে স্বল্প সময়ের জন্য বুথে প্রবেশ করতে পারবেন। ২৮ এপ্রিল তিন সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।