Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

‘ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন’

এপ্রিল ২৬, ২০১৫, ০৯:৪০ এএম


‘ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন’

 তিন সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে নীরব প্রতিশোধ নেওয়ার আহবান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিবেক অনুযায়ী ভোট দিবেন। ভোটের ফলাফল বুঝে কেন্দ্র ত্যাগ করবেন।’

দেশের চলমান পরিস্থিতি এবং ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে গুলশানের নিজ কার্যালয়ে রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহবান জানান তিনি। তিন সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে ও পরে সেনাবাহিনী মোতায়েন ও তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি করেছেন।

তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেওয়ার জন্য এবং সুষ্ঠু না হলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহবান জানান।তিনি অভিযোগ করে বলেছেন, ‘জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সেজন্য আওয়ামী লীগ ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। নজিরবিহীন সন্ত্রাস চালাচ্ছে।’ তিনি বলেন, ‘বিএনপি সস্ত্রাস ও লাশের রাজনীতি করে না। সন্ত্রাস, লাশ ও নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ।’

বিএনপির চেয়ারপারসন বলেন, টেলিভিশনের সচিত্র প্রতিবেদন, হামলাকারীদের নামধাম, সাংগঠনিক পরিচয় তুলে ধরা হয়েছে। এদের কয়েকজনকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। কাজেই এসব পরিকল্পিত হামলা, তা বুঝতে কষ্ট হয় না। আমাকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো হলেও একজন সন্ত্রাসীকে ধরা হয়নি; বরং যারা আক্রান্ত হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে আমাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের।’

‘আমার প্রাণনাশের লক্ষ্যে হামলাকে প্রধানমন্ত্রী যেভাবে নাটক আখ্যা দিয়েছেন, তাতে আমি মর্মাহত। আমি বুঝতে পারি এর কোনো বিচার হবে না। এরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে আমি ভয় পাই না। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। তিনি রক্ষা করলে অন্য কেউ আমাকে হত্যা করতে পারবে না। এই হত্যাচেষ্টার ন্যায়বিচার আল্লাহ একদিন করবেন বলে আমি বিশ্বাস করি,’ বলেন খালেদা জিয়া।

আন্দোলনের কর্মসূচি সামনে রেখে গত ৩ জানুয়ারি থেকে একটানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন খালেদা জিয়া। কার্যালয়ে অবস্থানকালে গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।