Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

চট্টগ্রামে জয়ী নাছির

এপ্রিল ২৯, ২০১৫, ০৫:২৩ এএম


চট্টগ্রামে জয়ী নাছির

 চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভোট বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলমকে এক লাখ ৭০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বন্দরনগরীর ৭১৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আ জ ম নাছির হাতি প্রতীকে পেয়েছেন চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। অপরদিকে এম মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন তিন লাখ ২ হাজার ৭১৩ ভোট।

মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। রাত সাড়ে তিনটার দিকে আ জ ম নাসিরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, এ সিটি করপোরেশনে প্রায় ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণার সাথে সাথে এম এ আজিজ স্টেডিয়ামের ভিতরে ও বাইরে থাকা নাছিরের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

বন্দরনগরীতে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ৪১টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২১৬ জন এবং  সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রামে মোট ভোটার ১৮ লাখ ২৩ হাজার ৫৫১ জন।