Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

আমরা আনি পুরস্কার, বিএনপি-জামায়াত পায় তিরস্কার

মে ১৮, ২০১৫, ০১:১৬ পিএম


আমরা আনি পুরস্কার, বিএনপি-জামায়াত পায় তিরস্কার

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশ্ব থেকে বাংলাদেশে পুরস্কার আসে। আর বিএনপি-জামায়াত বিশ্ব থেকে পায় তিরস্কার।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সরকার মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছে। এই সরকারের আমলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে।'
 
তিনি বলেন, 'ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা সাবমেরিন কেবলের ক্যাপাসিটি ২০০ জিবিপিএস পর্যন্ত বৃদ্ধি করেছি। ইন্টারনেট ক্যাপাসিটি আরও বৃদ্ধি করতে আমরা দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছি। এ সংযোগের কাজ চলমান রয়েছে।'
 
২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ শেষ হবে। দ্বিতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশে প্রায় ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, 'অনলাইন ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কেনাকাটাও করা যাচ্ছে অনলাইনে। এমনকি কোরবানির গরুও ঘরে বসে অনলাইনে কেনা যাচ্ছে। বিল দেওয়া যাচ্ছে অনলাইনে।'
 
কৃষকরা মোবাইল ফোনে ছবি তুলে তার কৃষি সমস্যার জন্য বিভিন্ন সেবা পাচ্ছে। শুধু নির্দিষ্ট কোনো সেক্টর নয়, সব সেক্টরেই মানুষ তথ্য-প্রযুক্তি সেবা পাচ্ছে। মানুষ উপকৃত হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের দুর্গম এলাকাও মোবাইল নেটওয়ার্কের আওতায় এনেছি।’