Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সালাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন তার স্ত্রী

মে ১৮, ২০১৫, ০৩:৩২ পিএম


সালাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন তার স্ত্রী

 দীর্ঘ প্রায় আড়াই মাস পর স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।

সোমবার রাত সোয়া ৮টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অসুস্থ্য সালাউদ্দিন স্ত্রীকে দেখেই আবেগ্লাপুত হয়ে পড়েন। এসময় স্ত্রী হাসিনাও স্বামীর সান্নিধ্য পেয়ে শুকরিয়া জ্ঞাপন করেন। তারা কিছুক্ষণ কথা বলেন। সালাউদ্দিন দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা করতে স্ত্রীকে পরামর্শ দেন।

এদিকে সোমবার সকালে শিলং সিভিল হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগে সিটি স্ক্যান করতে যাওয়ার পথে উপস্হিত সাংবাদিকদের সালাহ উদ্দিন আহমেদ বলেন, তাকে চোখ বেঁধে ১২ ঘণ্টা ড্রাইভ করে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়।

তিনি বলেন, ‘আমি এখানে থাকতে চাই না। আমি দাগী আসামি নই, আমি দেশে ফিরতে চাই।’ দুই মাস ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ মেলে বিএনপির এই নেতার। তার নিখোঁজ হবার পেছনে র‌্যাবকে শুরু থেকেই দায়ী করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।