Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আজ ‍আদালতে নেওয়া হবে সালাউদ্দিনকে

মে ২৭, ২০১৫, ০৫:২১ এএম


আজ ‍আদালতে নেওয়া হবে সালাউদ্দিনকে


হাসপাতাল ছাড়ার পর পুলিশ হেফাজতে রয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। আজ তাকে আদালতে নেওয়া হবে।

নেগ্রিমস হাসপাতালের পরিচালক ডা. এ জি অহানগার সাংবাদিকদেরকে জানিয়েছেন, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন।

তিনি বলেন, আমরা তাকে কিডনি ও হার্টের চিকিৎসা দিয়েছি। ছাড়পত্র দেয়া হলেও তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

গণমাধ্যমে বলা হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পরেই সদর পুলিশ স্টেশন সালাহ উদ্দিনকে হেফাজতে নিয়ে নেয়।

পূর্ব খাসি হিলস এসপি এম খারক্রাং জানান যে, বুধবার আদালতে তোলার আগেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে শিলংয়ে গেলেন তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে, যা এখনও উন্মোচিত হয়নি।

গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে সালাহ উদ্দিনকে তুলে নেয়া হয় বলে দাবি করেছিলেন তার পরিবার।

হাসপাতালে সালাহ উদ্দিন স্ত্রীকে জানান, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি। চোখ, হাত-পা বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। সর্বশেষ ‍আজ তাকে ‍আদালতে প্রেরন করা হবে।