Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

‘যত দিন প্রয়োজন তত দিন নিরাপত্তাবেষ্টনীতে খালেদা’

জানুয়ারি ৫, ২০১৫, ০৮:২২ এএম


‘যত দিন প্রয়োজন তত দিন নিরাপত্তাবেষ্টনীতে খালেদা’

  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন হয়, তত দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হবে।

সোমবার দুপুর পৌনে ১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে চেয়েছিলেন বিএনপি নেতারা। এ কারণে তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল বিএনপি নিজেরাই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এ কারণে তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়া পল্টনে যেতে চাইলে যেতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উনি পল্টনে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে কিনা সেটা দেখতে হবে। খালেদা জিয়ার এ ধরনের নিরাপত্তাব্যবস্থা কতদিন চলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন তাঁকে এ ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ সত্ত্বেও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে সভা-সমাবেশ করতে দেখা গেছে- এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে থেকেই তাদের কিছু প্যান্ডেল তৈরি করা ছিল। পুলিশ নোটিশ দিলে এসব প্যান্ডেল সরিয়ে নেবে তারা। তাদের কোনো সভা-সমাবেশ হচ্ছে না।