Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আমি শুধু অবরুদ্ধ নই গোটা দেশ অবরুদ্ধ

জানুয়ারি ৫, ২০১৫, ১১:০৯ এএম


আমি শুধু অবরুদ্ধ নই গোটা দেশ অবরুদ্ধ

  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ।

সোমবার বিকেলে  গাড়িতে বসে গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি বারবার পিপার স্প্রে ব্যাবহার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পিপার স্প্রের কারণে বক্তব্য দেয়ার সময় খালেদা জিয়াকেও বারবার কাঁশি দিতে দেখা যায়।

এর আগে বিকেল পৌনে ৪টায় খালেদা জিয়া সমাবেশে যোগ দিতে অফিসের বাইরে যাবার জন্য তার ব্যিক্তিগত গাড়িতে ওঠেন। এসময় তার সঙ্গে কালো পতাকা হতে বেশ কয়েকজন নারী নেত্রী উপস্থিত ছিলেন।

বাইরে বের হওয়ার জন্য বারবার হর্ন দেওয়া হলেও পুলিশ তালাবদ্ধ গেট খুলে দেওয়া হয়নি। একপর্যায়ে নেতা-কর্মীরা গেট ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পিপার স্প্রে করা হয়।

বাইরে বের হতে না পেরে ৪টার কিছু পরে হ্যান্ডমাইকে কথা বলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি সবাইকে শামিল হতে বলেছেন। তিনি বলেছেন, আন্দোলন চলবে। দেশনেত্রীর যাত্রাপথে সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।