Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দুর্নীতি নামক ক্যান্সার রুখবে যুবলীগ: শেখ পরশ

জামালপুর প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২০, ০১:৩৫ পিএম


দুর্নীতি নামক ক্যান্সার রুখবে যুবলীগ: শেখ পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, স্বাধীনতার পর যুদ্ধবিধস্ত দেশ পুনর্গঠনের জন্য শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ গঠিত হয়। এরপর ৭৫ পরবর্তী সময় ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলণে অগ্রণী ভূমিকা রেখেছে যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাঙলা গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অগ্রযাত্রায় ভ্যানর্গাড হিসেবে কাজ করছে যুবলীগ। তাই বর্তমান সময়ে দুর্নীতি নামক ক্যান্সার রুখতে যুবলীগ ঐক্যবদ্ধ। দেশে যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী থাকবে যুবলীগের প্রতিটি ইউনিটির নেতাকর্মীরা। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, এক সময় দুর্নীতিতে দেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। লুটপাত করে আটকে রাখা হয়েছিল জনগণের ভাগ্য। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম দুর্দশী নেতৃত্বে সেখান থেকে দেশ আজ বেরিয়ে এসেছে। বাঙালী জাতি আজ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ্য থাকতে হবে। প্রতিটি স্তরের নেতাকর্মীদের মানবিক কাজে সম্পৃক্ত থাকতে হবে।

[media type="image" fid="99175" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

যুবলীগ চেয়ারম্যনান বলেন, রাজনীতি কোনো পেশা নয়, স্বেচ্ছাসেবী কাজ। কিন্তু অনেকেই এটা পেশা হিসেবে নিচ্ছেন। যার কারণে তারা অনিয়মে জড়িয়ে পড়ছেন। 

উদ্বোধকের বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনর নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে তারেক জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের সেই ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগকে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাাসিনার নির্দেশে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ মানবিক কার্যত্রম পরিচালনা করবে। গত এক বছর আমরা মনবিক কাজ গুরুত্ব দিয়েছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগ সারাদেশে সোচ্চার থাকবে। যুবলীগের কোন ইউনিটে মাদকসেবী, মাদক ব্যবসাযী সন্ত্রাসীদের ঠাঁই হবে না। 

[media type="image" fid="99176" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চেীধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামনুর রশিদ, মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^াস মতিউর রহমন বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারন সম্পাদক ফারহান আহমেদ, মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম পুননির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ আলী, সোলাই কবির সম্রাট, প্রভাষক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অহসান উল্লাহ হিরা, আজিজুর রহমান গাজী, এম আর কবির রাজু।

আমারসংবাদ/আরআই/জেআই