Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রিরোধী দলকে এলাকা ছাড়া করার সংস্কৃতি থেকে বেরোতে হবে: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি (নোয়াখালী)

জানুয়ারি ১৮, ২০২১, ০৩:২০ পিএম


রিরোধী দলকে এলাকা ছাড়া করার সংস্কৃতি থেকে বেরোতে হবে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এখন থেকে সকল রাজনৈতিক দল এখানে তাদের দলীয় কাজ করতে পারবেন। তবে কোন অপরাজনীতি হয়ে থাকলে তা মানা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের এলাকা ছাড়তে হয়- এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটাদের সাথে নির্বাচনী কুশল বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জের সকল নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। যারা ভোটের জন্য মাস্তান পালেন তাদেরকে সরান। কোম্পানীগঞ্জে অনিয়ম চলবে না। স্কাউটে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। বসুরহাট বাজারের সমিতিগুলো ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এখানে গণতান্ত্রিক উপায়ে সব হবে। আমরা অতীতে অনেক ভুল করেছি। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করবেন। কোন অপরাধী অপরাধ করে বাঁচতে পারে না। কোন না কোনভাবে তাকে শাস্তি ভোগ করতে হয়।’

তিনি আরো বলেন, ‘এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের একটি অসাম্প্রদায়িক সুখি সমৃদ্ধশালী দেশ গড়ার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিজয়। এ বিজয় ওবায়দুল কাদের সাহেবের বিজয়। এ বিজয় তাদের যারা নির্বাচনে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছে। এ বিজয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর আন্তরিকতার বিজয়। আমি সকলের জন্য এ বিজয় উৎসর্গ করলাম। আমার প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশরফ হোসেন এর সাথে দেখা করেছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাদের এ সমাবেশ থেকে ধন্যবাদ জানাই।’

বিরোধী পার্টির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি জামায়াত করেন। আপনার রাইট আছে। কিন্তু নিরবে বসি বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। মানা হবে না। মসজিদের মিম্বরে বসি সমালোচনা করবেন না। আমি আল্লাহকে সিজদা দেই। আমি সহানুভূতি আদায়ের চেষ্টা করি। জোর করি মুসলমান বানানোর চেষ্টা করলে আমার মনে হয় এগুলো করে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। মিম্বারে বসে রাজনীতি করিয়েন না। ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয় তারা প্রকৃত মুসলমান নয়।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের কাছে আমার অনুরোধ সন্ধ্যার পর তোমাদের ঠিকানা পড়ার টেবিল। সন্ধ্যার পর রাস্তায় বাজারে ঘুরাঘুরি, আড্ডায় লিপ্ত হয়ো না। 

বড় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদেরের কাছে আবেদন, নোয়াখালীতে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করেন। ত্যাগী নেতাদের বঞ্চিত করবেন না। আওয়ামী লীগে অনেক পরীক্ষিত নেতা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেন। তাদের ঐক্যবদ্ধ করলে কখনও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। 

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, মুজিব কলেজের সাবেক ভিপি সেলিম চৌধুরী বাবুল, বিশিষ্ট্য ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, আমেরিকা প্রবাসী রমেশ চন্দ্র সেন, ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক, সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগ সভাপতি আজিজুল হক কমান্ডার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজমা বেগম শিফা, উপজেলা যুবলীগ সভাপতি গোলাম ছারওয়ার, চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না। 

আমারসংবাদ/এমএ