Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিএনপি প্রার্থী থেকে কত ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২১, ০৪:৪০ পিএম


বিএনপি প্রার্থী থেকে কত ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রের ফল আসতে শুরু করেছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৩৮৯ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

মোট ৩৮৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৬৪ ভোট।

এর আগে, বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নগরীর ৪১টি ওয়ার্ডে ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ৭৩৫টি কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে নেয়া হয় ভোট।

নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আমারসংবাদ/জেডআই