Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

চট্টগ্রামের নগরপিতা আওয়ামী লীগের রেজাউল

চট্টগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২১, ০৮:১৫ পিএম


চট্টগ্রামের নগরপিতা আওয়ামী লীগের রেজাউল

বিশাল ভোটের ব্যবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাহাদাত হোসেনের চেয়ে ৭ গুণের বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম হলে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ঘোষণা দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি জানান, নৌকা প্রতীকে এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ৩৯টি ওয়ার্ডেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে নিজ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে জিতেছেন ৬ বিদ্রোহী। একইভাবে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নারী প্রার্থীরা। এর মধ্যে নিজ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে জিতেছেন এক বিদ্রোহী প্রার্থী।

নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আমারসংবাদ/জেডআই