Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

ছাত্রলীগের শূন্যপদ পূরণ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২১, ০২:৪০ পিএম


ছাত্রলীগের শূন্যপদ পূরণ

অবশেষে পূরণ হলো কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শূন্যপদ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শূন্যপদ ঘোষণা করেছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

রোববার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে ঘোষিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে যারা পদ প্রত্যাশী ছিলেন কিন্তু তা সত্যেও পদ পাননি তাদের এই পদসমূহে প্রধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।

কেন্দ্রীয় ছাত্রলীগের ৪৮ শূন্য পদে যারা আছেন তারা হলেন: সহ-সভাপতি- ম. সাইফ উদ্দিন বাবু, সাগর হোসেন সোহাগ, রায়হান কাওসার, রাকিব হোসেন, রানা হামিদ, আনন্দ সাহা পার্থ, শেখ সাগর আহমেদ, শুভ্রদেব হালদার, দেবাশীষ সিকদার সিদ্ধার্থ, আরিফ ইবনে আলী সূত্র, আরিফ হোসেন রিফাত, জিয়াসমিন শান্তা, তিলোত্তমা শিকদার, শাহারিয়ার সিদ্দিকী শিশিম, ফরিদা পারভীন, উৎপল বিশ্বাস, মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান পিকুল, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, রাকিবুল হাসান নোবেল, খাদিজাতুল কুবরা, মোঃ মহিন উদ্দিন, রকিবুল ইসলাম ঐতিহ্য, জেসমিন আরা রুমা।

যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার রাজ, দপ্তর সম্পাক ইন্দ্রনীল দেব শর্মা রনি, সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান সানি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, তথ্য ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামি উস সানি, ধর্ম বিষয়ক সম্পাদক ভুহিন রেজা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান, উপ-প্রচার সম্পাদক ফেরদৌস মাহমুদ পলাশ, উপ-দপ্তর সম্পাদক সজীব নাথ, উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তন্ময় দেবনাথ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমান উল্লাহ আমান, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোরশেদুর রহমান আকন্দ, উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাইনুল হাওলাদার, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, উপ-পাঠাগার সম্পাদক এম আর মুকুল ইসলাম, উপ-পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. আব্দুর রশিদ (রাফি), উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম (আতিক), উপ-আইন বিষয়ক সম্পাদক শাহেদ খান, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান পিয়াল, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক রাজ্য বৈশ্য, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জেরিন সিকদার, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক সেবা সাধন বিশ্বাস।
উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মো. রিজভান আহমেদ, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক মাহফুজুর রহমান, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাজাহান ভূইয়া শামীম,

সহ-সম্পাদক ফারুকুল ইসলাম (ফারুক ব্যাপারী), ফাইজুল ইসলাম সজিব, শেখ রিজওয়ান আলী, আয়শা আক্তার সুমি, এম সাইফুল ইসলাম সাইফ, এইচ এম রোমান মাহমুদ, মো. রুবেল শিকদার, মীর সাব্বির, জাহিদুল ইসলাম নােমান, সদস্য সাজিদ আহমেদ দীপ্ত ও আলী হোসেন আলম।

প্রসঙ্গত, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ২৯ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অংশীদার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব ওেয়া হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। সম্মেলনের দুই মাস পর সেই বছরের জুলাইয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সালের মে মাসে বাংলাশে ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ৩০১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটি ঘোষণার পর পরই কেন্দ্রীয় কমিটিতে থাকা শতাধিক নেতার বিরুদ্ধে অনুপ্রবেশ, মাদক কারবার, চাকরিজীবী, বিবাহিতসহ নানা অভিযোগ ওঠে। এরপর এসব পদে থাকা বিতর্কিতদের সরিয়ে রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে ছাত্রলীগের একটি অংশ প্রতিবাদ মিছিল, অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে। পরে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন পদবঞ্চিতরা। এরমধ্যেই ওই বছরের ১৪ সেপ্টেম্বরে দুর্নীতি ও নৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকায় সভাপতি-সাধারণ সম্পাককে অব্যহতি দেয়া হয়। সেসময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকেরদায়িত্ব পান আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাক লেখক ভট্টাচার্য। তিন মাস ভারপ্রাপ্ত থাকার পর ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের পূর্ণ দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।দায়িত্ব পাওয়ার পর কয়েক দিন সংগঠনের বিভিন্ন কার্যক্রমে বেশ সক্রিয় হন দুই নেতা। ওই বছরের ডিসেম্বরে তারা বিতর্কিত সেই নেতারে পদচ্যুত করেন। একই সঙ্গে সেসব পদে ত্যাগী ও যোগ্য নেতাদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করার কথা বলেন।

[media type="image" fid="108360" layout="big" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

[media type="image" fid="108361" layout="big" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

[media type="image" fid="108362" layout="big" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

আমারসংবাদ/জেআই