Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

রাজবাড়ীর দুই পৌরসভায় নৌকার সমর্থনে দিনভর যুবলীগের প্রচারণা

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২১, ১১:৫০ এএম


রাজবাড়ীর দুই পৌরসভায় নৌকার সমর্থনে দিনভর যুবলীগের প্রচারণা

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীর সমর্থনে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা দক্ষিণ টিম-১ এর নেতারা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এবং শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনভর দুই পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নেন তারা।

শুক্রবার সকালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির ১৬ সদস্যের একটি টিম রাজবাড়ীতে আসেন। এরপর প্রথমে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তারা।

বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌরসভা যুবলীগের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।

আরও বক্তব্য রাখেন- যুবলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনিবার্হী সদস্য সরদার মোহাম্মদ আলী মিন্টু, কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান আজম, শেখ রবিউল ইসলাম। এসময় কেন্দ্রীয় সদস্য মো. রিপন শেখ, গৌতম গাঙ্গুলি, শেখ মো. গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত রামিন, আশরাফুল ইসলাম রতন, মো. উজ্জল খান কর্মী সভার মঞ্চে উপস্থিত ছিলেন।

এসময়  ডা. হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অব্যাহত রাখতে গোয়ালন্দ পৌরসভায় নজরুল ইসলাম মন্ডলকে নৌকা মার্কা বিজয়ী করতে হবে। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় যুবলীগের প্রতিটি কর্মীকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এটাই যুবলীগের বার্তা, এর বাইরে যুবলীগের কারো যাবার সুযোগ নেই।

কর্মী সভা শেষে বিশাল মিছিল নিয়ে গোয়ালন্দ উপজেলা বাজার প্রদক্ষিণ করেন কেন্দ্রীয় নেতারা। এসময় প্রতিটি দোকানে এবং পথচারীর মধ্যে নৌকার মার্কার লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন তারা।

দিনভর অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ও উপজেলা চেয়ারম্যান  গোলাম মোস্তফা মুন্সী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, রাজবাড়ী জেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদার, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্যা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌরসভা যুবলীগের সভাপতি শেখ সোহেলসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সন্ধ্যার পরে রাজবাড়ী সদর পৌরসভা নির্বাচনে প্রচারণায় লক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় মিলিত হন যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

এসময় স্থানীয় সাংসদ কেরামত আলী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদত আলী, সাবেক ছাত্রনেতা শেখ সোহেল রানা টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার সকালে রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র মোহম্মদ আলী চৌধুরীকে বিজয়ী করতে বিভিন্ন স্থানে প্রচারণা চালান যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

আমারসংবাদ/জেআই