Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

করোনার ভ্যাকসিন নিলেন আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ১০:৫৫ এএম


করোনার ভ্যাকসিন নিলেন আব্দুর রহমান

করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

ভ্যাকসিন গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় মোঃ আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা চিন্তা করেন ও মানুষের সুস্থতার জন্য করোনা ভ্যাকসিন বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসেছেন। যা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করে স্বতস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন।

আব্দুর রহমান আরও বলেন, বিশ্বের মধ্যে ভ্যাকসিন প্রাপ্ত বাংলাদেশ অন্যতম।

তিনি বলেন, টিকা নিতে কোন ঝামেলা পোহাতে হয়নি। আর টিকা নিয়ে ভয়ের কিছু নাই।

ভ্যাকসিন গ্রহণের পর দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশ করোনা ভ্যাকসিন সফল ভাবে প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু করোনার শুরু থেকে একটি কুচক্রী মহল গুজব, অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আমারসংবাদ/জেআই