Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

খালেদার ‘মুক্তি’র মেয়াদ বাড়ানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২১, ০৭:৩০ এএম


খালেদার ‘মুক্তি’র মেয়াদ বাড়ানোর আবেদন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। 

মঙ্গলবার (২ মার্চ) খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। 

পরিবার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এই প্রসঙ্গে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, আবেদনের বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি।

পরিবারের আরেকটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন। একইসঙ্গে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার স্থায়ী জামিনের আবেদনও করা হয়। তবে এখনও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। 

এদিকে গত বছরের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর সরকার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয়। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে। মূলত সরকারের নির্বাহী আদেশে এখন মুক্ত আছেন খালেদা জিয়া।

আমারসংবাদ/জেডআই