Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২১, ০৫:৪০ পিএম


খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

এই আবেদন নিয়ে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার (৫ মে)  রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‌‌'আবেদনপত্রটি পেয়েছি। প্রয়োজন হলে সরকার বিষয়টি বিবেচনা করবে। আবেদনপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।'
 
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।করোনার পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আর্থ্রাইটিসসহ কয়েকটি রোগে ভুগছেন খালেদা জিয়া।

দু্র্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ তাকে মুক্তি দেয়।

তখনও পরিবারের আবেদনে খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেয়া হয়েছিল। ছাড়া পাওয়ার পর তিনি গুলশানে তার বাসায়ই ছিলেন। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন তিন।

আমারসংবাদ/এআই