Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ঋণনির্ভর অন্তঃসারশূন্য বাজেটে জাতির কল্যাণ হবেনা: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২১, ০২:৩০ পিএম


ঋণনির্ভর অন্তঃসারশূন্য বাজেটে জাতির কল্যাণ হবেনা: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো.আবদুল জলিল বলেছেন, প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর অন্তঃসারশূন্য। এ বাজেট জাতির কোন কল্যাণ বয়ে আনবে না।

৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে রয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি। ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ২ লাখ ১৫ হাজার কোটি টাকার ঋণ নিতে হবে। আর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা কোনভাবেই অর্জন সম্ভব নয়। চলতি বছরের রাজস্ব আয়ের পরিমাণ তার প্রমাণ। প্রস্তাবিত বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা বলবৎ রয়েছে। অন্যদিকে জনগণের উপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে জাতীয় ঋণ বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে জাতি এক মহাসংকটে নিপতিত হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে সরকার অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে। ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে চলমান কর্মসূচি আরো তরান্বিত করতে হবে। ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

শুক্রবার (৪ জুন) সকালে রাজধানীর উত্তরাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা.আর এইচ মালিকের সভপাতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শাহাবউদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, মুফতি সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হোসাইন, মাওলানা আবু ইউসুফ, অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা ইব্রাহিম খলিল, আবু ইউসুফ, এম এ সালাম, মাহবুবুর রহমান, ইবরাহীম খন্দকার প্রমুখ।

আমারসংবাদ/জেআই