Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কুমিল্লা উত্তর ও  লক্ষীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২, ২০২১, ১২:৪৫ পিএম


কুমিল্লা উত্তর ও  লক্ষীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত

স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে কুমিল্লা উত্তর ও লক্ষীপুর জেলা শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

শনিবার (২ অক্টোবর) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়- আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক কুমিল্লা উত্তর জেলা শাখা ও লক্ষীপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লিখিত জেলা শাখা সমূহের কমিটি বিলুপ্ত করা হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর লক্ষীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আগত কেন্দ্রীয় নেতাদের  শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা যুবলীগের পদ প্রত্যাশী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বাবর, জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুসহ উভয়পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। ঐ সংঘর্ষের সময়ে নিজেদের ক্ষমতা বাড়াতে ভিন্ন দলের ক্যাডারদের আনা হয় জানা গেছে।

আমারসংবাদ/ইএফ