Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

করোনায় আক্রান্ত এনামুল হক শামীম এমপি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৯:২০ এএম


করোনায় আক্রান্ত এনামুল হক শামীম এমপি

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। নেতিবাচক কোন উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শে সংসদ ভবনের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি। 

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল (১৫ জানুয়ারি) কোভিড পরীক্ষা করলে ওই দিন বিকালে তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টেলিফোনে তিনি বলেন, করোনা পজিটিভ হলেও সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

আমারসংবাদ/এমএস