Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কাগজপত্র ঠিক থাকলেও বসিয়ে রাখা হয়েছে মির্জা আব্বাসকে

মো. মাসুম বিল্লাহ

মে ২৪, ২০২২, ০৩:২১ পিএম


কাগজপত্র ঠিক থাকলেও বসিয়ে রাখা হয়েছে মির্জা আব্বাসকে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের মিডিয়া কো-অর্ডিনেটর আসিফ সোহান অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের সব কাগজপত্র ঠিক থাকার পরও সকাল ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত তাকে বিমানবন্দরে হুইলচেয়ারে বসিয়ে রাখা হয়। বহু দেনদরবার ও যোগাযোগের পর ফ্লাইট ছাড়ার ঠিক আগ মুহূর্তে তাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।  তার সঙ্গে সিঙ্গাপুর গেছেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

Link copied!