Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দেশ উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: আব্দুর রহমান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:১৪ পিএম


দেশ উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফরিদপুরের মধুখালীর কামালদিয়া খেলার মাঠে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে বিজয়ী করার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশ থাকবে। নইলে স্বাধীনতা বিরোধীরা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। 

দেশ ও দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তাকে আবার নির্বাচিত করতে হবে। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সভাপতিত্বে সভায় ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল বোষ, বিশিষ্ট শিল্পপতি হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, বোয়ালমারীর ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব ও মধুখালীর জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ।

এ সময় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মিঠু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, কোতয়ালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। এসময় উপস্থিত ভোটারদের কাছে ভোট চান ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন।

টিএইচ

Link copied!