Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

সাত্তারের ‘কলার ছড়া‍‍’ নিয়ে মাঠে আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৩, ০৮:৪৫ পিএম


সাত্তারের ‘কলার ছড়া‍‍’ নিয়ে মাঠে আওয়ামী লীগ
বৃহস্পতিবার দুপুরে আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভার একাংশ। ছবি: সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ‘কলার ছড়া’ প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বহুল আলোচিত এই উপনির্বাচনে প্রতীক বরাদ্ধের পর পরই উকিল সাত্তারের সঙ্গে নির্বাচনী প্রচারে নেমে পড়েন আওয়ামী লীগ নেতারা। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভুঁইয়ার সমর্থনে আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সভায় তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়-২ আসনের উপনির্বাচনে আবারো নির্বাচিত হতে যাচ্ছেন উকিল সাত্তার ভুঁইয়া। তার একটি মাত্র কারণ, তারেক জিয়া সাত্তার উকিলের সঙ্গে যে বেয়াদবি করেছে সরাইল-আশুগঞ্জবাসী ভোটের মাধ্যমে তার জবাব দিবে।’

১ ফেব্রুয়ারি বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আবদুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হতে যাচ্ছেন: আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ  আওয়ামী লীগ

স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত সভায় তিনি আরো বলেন, ‘১ তারিখে মানুষ কলার ছড়িতে ভোট দিবে এই সভার মধ্যদিয়ে তার প্রমান মিলেছে। উকিল সাত্তার ও তার কলার ছড়ির প্রতি উত্তাপ রয়েছে, জাগরণ রয়েছে, শ্লোগান রয়েছে, কাজেই তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগ উকিল সাত্তারকে সমর্থন করার কারণ তারেক রহমান তার প্রতি যে বেয়াদবি করেছে তার প্রতিবাদের আমরাও সংযুক্ত হয়েছি।’

তিনি আরো বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভুইয়া একজন সৎ রাজনীতিবিদ। তিনি বিএনপি দলে থাকার সময় দল থেকে সম্মান পাননি বলেই, বিএনপিকে প্রত্যাখান করেছেন এবং সৎ সাহস নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন। তাই আওয়ামী লীগ একজন যোগ্য ও সৎ রাজনীতিবিদ হিসেবে প্রবীন এই রাজনীতিবিদকে সমর্থন জানিয়েছে।’
সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও এ আসনের ৫ বারের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

এআরএস

Link copied!