Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

যাত্রীবাহী বাসে পেট্রল বোমা : ইডেনের ২ ছাত্রী দগ্ধ

জানুয়ারি ১৮, ২০১৫, ০৯:৪৩ এএম


যাত্রীবাহী বাসে পেট্রল বোমা : ইডেনের ২ ছাত্রী দগ্ধ

 
জাতীয় সংসদ ভবনের পাশে মনিপুরীপাড়া এলাকায় বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রল বোমায় গুরুতর দগ্ধ হয়েছে ইডেন কলেজের দুই ছাত্রী। এসময় প্রাণ রক্ষার্থে তাদের আরেক বান্ধবী গাড়ি থেকে লাফ দিতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

তারা হলেন ; সাথী আক্তার (১৯), শারমিন আক্তার জুঁথি (২১) ও মাইমুনা আক্তার (২০)। তারা তিনজনই ইডেন কলেজের ইসলামের ইতিহাসের প্রথম বর্ষের ছাত্রী।

রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর থেকে বিকল্প পরিবহণের একটি বাস মিরপুর যাচ্ছিল। বাসটি মণিপুরিপাড়ার সামনে খেজুরবাগান সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন লেগে তারা দগ্ধ হন। দগ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ওই শিক্ষার্থীকেও ঢামেকে ভর্তি করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার এসআই আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।