Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বাংলাদেশে ভাইবার সেবা বন্ধ

জানুয়ারি ১৮, ২০১৫, ১১:২৬ এএম


বাংলাদেশে ভাইবার সেবা বন্ধ

 

নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেটে বিনামূল্যে কথা বলা ও মেসেজ পাঠানোর মাধ্যম ভাইবার সেবা বাংলাদেশে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
 
 বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়।

বিটিআরসি সেক্রেটারি সরোয়ার আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

বিটিআরসি'র সচিব সারওয়ার আলম স বলেন, খুবই সীমিত সময়ের জন্য সেবাটি বন্ধ রাখা হয়েছে।
 
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে সেবাটি বন্ধের অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিটিআরসি সূত্র জানায়, রোববার রাত ১২টা পর্যন্ত সেবাটি বন্ধ রাখা হবে। এরপর থেকে সেবাটি আবার চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।