Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

২ বছরের মধ্যে প্রতি বিভাগে সরাসরি সম্প্রচার কেন্দ্র

জানুয়ারি ২০, ২০১৫, ০৭:৪৯ এএম


২ বছরের মধ্যে প্রতি বিভাগে সরাসরি সম্প্রচার কেন্দ্র

 

আগামী দুই বছরের মধ্যে প্রতি বিভাগে সরাসরি সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর দারুস সালামের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা প্রশিক্ষণ (ডিপ্লোমা) কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের প্রতিটি এলাকার শিল্প সংস্কৃতি তুলে ধরার জন্য প্রতিটি বিভাগেই সরাসরি সম্প্রচার কেন্দ্র স্থাপনের প্রাথমিক চুক্তি হয়েছে। আগামী বাজেটের আগে ওই চুক্তি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে দেড় থেকে দুই বছরের মধ্যে ঢাকা ছাড়া সাতটি বিভাগে আলাদা আলাদা সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ, বিটিভির সাবেক মহাপরিচালক ও কোর্স পরিচালক ম. হামিদ প্রমুখ।