Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

জানুয়ারি ২৫, ২০১৫, ০৮:২৬ এএম


৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

পুলিশ প্রশা সনে আরো ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার  সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এ কারণে দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের কাজ শেষ করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত কার্যকর করার নির্দেশ দেন। তিনি সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়নে গতি আসে। দেশ এগিয়ে যায়।
রোববার  সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেবিলে ফাইল পড়ে থাকা দীর্ঘদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আর চলবে না। তাই দ্রুত ফাইল পার করতে হবে। দেশে যে সব পরিত্যক্ত জমি আছে সেসব জমিতে সরকারি কর্মকর্তাদের আবাসন গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে ভেঙে আরেকটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে ময়মনসিংহকে বিভাগ করার কথা বিবেচনায় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।